ভারত হাসিনাকে ফেরত না দেওয়ার ক্ষমতা রাখে

India Bangladesh extradition treaty, 2013 এর আর্টিকেল 1 এবং 2 অনুযায়ী ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য। কারন এই আর্টিকেল অনুযায়ী হাসিনার বিরুদ্ধে জাস্ট ক্রিমিনাল চার্জ থাকলেই সেটা এনাফ। আর হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির এরেস্ট ওয়ারেন্ট তো আছেই, তাই ভারত এখানে কিছু করতে পারবে না। তবে ঝামেলা হচ্ছে আর্টিকেল 6 (1) এবং 8 (3) নিয়ে। এটা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক তৈরি হয়েছে। এই আর্টিকেলের আন্ডারে ভারত চাইলেই হাসিনাকে সেফগার্ড দিতে পারবে। তাতে আপনি যতই আইনের ধার ধরুন না কেন। অর্থাৎ হাসিনা ভারত প্ল্যান করেই রেখেছিল, যদি কখনও এমন সিচুয়েশন তৈরি হয় এবং হাসিনাকে ভারতে পালাতে হয় তাহলে আন্তর্জাতিক চাপের মুখেও যেন ভারত হাসিনাকে বাঁচাতে পারে. এছাড়াও India's Extradition Act, 1962 এর সেকশন 29 এবং 31 অনুযায়ী ভারত হাসিনাকে ফেরত না দেওয়ার ক্ষমতা রাখে